দর্শকদের হৃদয়ে জায়গা করে নিল ‘গুড বাজ’
প্রকাশিত হয়েছে : ৯:২৯:৫০,অপরাহ্ন ১৪ জুলাই ২০২২
জনপ্রিয় নির্মাতা কাজল আরফিন আমি পরিচালিত ‘ব্যাচেলর কোরবানি ‘দর্শকদের হতাশ করলেও একই পরিচালকের পরিচালনায় নির্মিত ‘গুড বাজ’ নাটকটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হয়েছে।
গত ঈদুল ফিতরে সময়ে জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি’র পরিচালনায় নির্মিত হয় দীর্ঘ নাটক ‘ব্যাড বাজ’। নাটকটি ক্লাব ইলেভেন ইউটিউব চ্যানেলে প্রচার হওয়ার পর নাটকপাড়া এবং দর্শক মহলে ব্যাপক আলোড়ন তোলে। সফলতার দেখা পান পরিচালক ও প্রযোজক।
তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল আযহা কে কেন্দ্র করে আবারও নির্মাণ করেছেন ‘গুড বাজ’। গত ১২ জুলাই ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় ‘গুড বাজ’ নামের দীর্ঘ নাটকটি। প্রকাশের পরই দর্শকদের প্রশংসায় ভাসতে থাকেন পরিচালক, প্রযোজক এবং অভিনেতা অভিনেত্রীরা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৭ ঘণ্টায় নাটকটি দেখেছে প্রায় ২৮ লাখ দর্শক।মন্তব্য জমা পড়েছে ২০ হাজারের উপরে। আছে ইউটিউব ট্রেন্ডিং ২ তে।
‘গুড বাজ’ নাটকে যেমন ছিল গল্পের ভিন্নতা, তেমনি লোকেশন আর অভিনেতা- অভিনেত্রীর দিকেও নজর দিয়েছেন পরিচালক।
নির্মাতা অমি জানালেন, আমাদের উদ্দেশ্য দর্শকদের সুস্থ বিনোদন দেয়া। সেই চেষ্টাই করেছি আমরা। বরাবরের মতো এবারও দর্শকদের ভালোবাসায় আমরা মুগ্ধ। কৃতজ্ঞতা ও ভালোবাসা সকল দর্শকের প্রতি।
এই নাটকে জিয়াউল হক পলাশ এবং অভিনেত্রী ইভানার প্রণয়নের রসায়ন দর্শকদের মনে ভিন্ন মাত্রার তৃপ্তি দিয়েছে ।তাদের ভালোবাসা সাধারণ প্রচলিত নাটকের প্রণয়ের মতো নয়।
‘ব্যাড বাজ’ এ তাদের মিলন দিয়ে নাটক শেষ করলেও ‘গুড বাজ’ এ তাদের বিচ্ছেদ থেকে শুরু করে নাটকের কাহিনীকে ভিন্ন মোড়ে প্রবাহিত করতে সক্ষম হয়েছে । নাটকের প্রতিটি চরিত্র মুগ্ধ হয়ে দেখার মতো।
‘গুড বাজ’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির , সাফা কবির, পারশা ইভানা, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা ও লামিমা লাম।