কুলাউড়ায় চা শ্রমিকদের মধ্যে ২২ লক্ষ ২৫ হাজার টাকার চেক বিতরণ
প্রকাশিত হয়েছে : ৪:৪২:৩২,অপরাহ্ন ৩০ সেপ্টেম্বর ২০২১
স্টাফ রিপোর্টার:: সমাজসেবা অধিদপ্তর কর্তৃক চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানের ৪৪৫ জন চা শ্রমিকদের মধ্যে ৫০০০ করে মোট ২২ লক্ষ ২৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
আজ ৩০ সেপ্টেম্বর বিকেলে চাতলাপুর চা বাগানে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে চা-শ্রমিকদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে চেক বিতরণ করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান,কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ,কে,এম সফি আহমদ সলমান। উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তারেক/রিয়েলটাইমস৭১