কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত
প্রকাশিত হয়েছে : ৩:২৭:১১,অপরাহ্ন ৩০ সেপ্টেম্বর ২০২১
শাহজাহান সাজু মৌলভীবাজার জেলা প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সবজি বহনকারী টমটম ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সবজি ব্যবসায়ী আলী আকবর (২৪) নিহত হয়েছেন এ ঘটনায় টমটম চালক গুরুতর আহত হয
বৃহস্পতিবার (৩০সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের লাউয়াছড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
সবজি ব্যবসায়ী আলী আকবর কমলগঞ্জ উপজেলার পূর্ব জালালপুর এলাকার আব্দুল খালেকের ছেলে। এ ঘটনায় আহত টমটম চালকের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।
শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, কমলগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিল লাউয়াছড়া নামক স্থানে সবজি বোঝাই একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সবজি ব্যবসায়ী আলী আকবর ঘটনাস্থলে মৃত্যু হয়।এ ঘটনায় গুরুতর আহত হওয়ায় টমটম চালকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে মৌলভীবাজার সদর হাসপাতাল পাঠালে তার অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।