কুলাউড়ায় বেকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং/ডিজিটাল মার্কেটিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৪:৪৪:৩৮,অপরাহ্ন ৩০ সেপ্টেম্বর ২০২১
নিজস্ব প্রতিবেদক :: বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে গত ১৬ই সেপ্টেম্বর ২০২১ খ্রি: বৃহস্পতিবার বাস্তবায়নকারী সংস্থা যুব ও ক্রিড়া উন্নয়ন বিষয়ক কমিটি কুলাউড়া, মৌলভীবাজার এর অধীনে, কুলাউড়া উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা পরিচালন, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় ১৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা কুলাউড়া উপজেলার ইউআইটিআরসিই এর কম্পিউটার ল্যাব হলরুমে উদ্বোধন হয়। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ এ.কে.এম সফি আহমদ সলমান।
উপস্থিত ছিলেন আইসিটি অধিদপ্তর কুলাউড়ার সহকারী প্রোগ্রামার, কোর্স কোঅর্ডিনেটর ও প্রশিক্ষক সেলিম বাবু, স্থানীয় সরকার এর উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প কর্মকর্তা মুজিবুর রহমান, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ড্রপ শিপার এন্ড ইনসট্রাকটর প্রশিক্ষক মুহিত মিয়া প্রমুখ।
উল্লেখ্য ১৫ জন প্রশিক্ষণার্থী নিয়ে চলমান এ প্রশিক্ষণ কর্মশালা আগামী ০৩-১০-২০২১খ্রি:, রবিবার আনুষ্টানিকভাবে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের স্বীকৃতি স্বরুপ সার্টিফিকেট বিতরণের মাধ্যমে সমাপ্ত হবে।