বড়লেখায় ছাত্রলীগ সভাপতির ছুরিকাঘাতে কর্মী আহত,৭ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
প্রকাশিত হয়েছে : ৮:৪৯:১৮,অপরাহ্ন ১৪ মার্চ ২০২০
প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগের দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বড়লেখা সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিংকু দে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি গ্রুপ ছবি শেয়ার করেন। ছবিটিতে আরিফুজ্জামান রাসেল নামে কলেজ ছাত্রলীগের এক কর্মী বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান হোসেনকে নিয়ে একটি মন্তব্য করেন। এমরানকে নিয়ে মন্তব্য করায় বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ওলিউর রহমান জুনেদ ক্ষেপে যান। বিষয়টি নিয়ে তিনি তাদের ফেসবুকে দলীয় একটি গ্রুপে ভবিষ্যতে দলের সিনিয়র নেতাদের নিয়ে মজা না করার জন্য বলেন। এনিয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি ওলিউর রহমান জুনেদের সঙ্গে রাসেলের বন্ধু ছাত্রলীগ কর্মী জাহিদুল ইসলাম তৌফিকের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে শুক্রবার জুম্মার নামাজের পর বড়লেখা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি ওলিউর রহমান জুনেদের নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ নেতা পৌরশহরের উত্তর চৌমুহনী এলাকায় একা পেয়ে ছাত্রলীগ কর্মী জাহিদুল ইসলাম তৌফিককে ছুরিকাঘাত করেন। পরে তারা কিল-ঘুষি মেরে তাকে ফেলে যান। স্থানীয় লোকজন তৌফিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশংকাজনক হওয়ায় পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এব্যাপারে অভিযুক্ত বড়লেখা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি ওলিউর রহমান জুনেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ জানান, ‘তুচ্ছ একটা বিষয় নিয়ে ছাত্রলীগ কর্মী তৌফিককে ছুরিকাঘাত করা হয়েছে বলে জেনেছেন। বিষয়টি কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের নেতাদের জানানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থ্য নেবেন।’
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক জানান, শনিবার বিকেলে আহত তৌফিকের বাবা আব্দুল মোহিত এবিষয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন।’