জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান বড়লেখার সোয়েব আহমদ
প্রকাশিত হয়েছে : ১০:৪৯:৪৩,অপরাহ্ন ০৮ ডিসেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। মৌলভীবাজার জেলা প্রশাসক দপ্তরের বরাদ দিয়ে বড়লেখা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিজ মিঞা বিষয়টি বড়লেখার ডাক ডটকম কে নিশ্চিত করেছেন।
প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য তাকে “জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯” এ স্বীকৃতি প্রদান করা হয়। গত বুধবার (০৪ ডিসেম্বর) মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার ৭ টি উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যক্রম মূল্যায়নে বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন।
প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ও বিশেষ অবদান রাখার জন্য শিক্ষক-শিক্ষিকা, কাব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ব্যক্তি/প্রতিষ্ঠানের মাঝে প্রতি বছরই ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক’ নামে ১৯ টি ক্যাটাগরিতে এই পদক প্রদান করা হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিজ মিঞা জানান, প্রাথমিক শিক্ষার অগ্রগতি ও মানোন্নয়নে বিশেষ অবদানের জন্য বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদকে জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হয়। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে তাঁর অনেক অবদান রয়েছে। যথার্থ ব্যক্তির মূল্যায়ন হওয়াতে আমরা আনন্দিত।
এ প্রসঙ্গে বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ জানান, জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হওয়ার গৌরবের অংশীদার বড়লেখাবাসী। এজন্য তিনি উপজেলার শিক্ষা সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, শুধু মাত্র শ্রেষ্ঠত্ব অর্জন নয় আমি বড়লেখা উপজেলার শিক্ষাকে এগিয়ে নিতে চাই। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।