ঘূর্ণিঝড় বুলবুলের কারণে পেছাল সোমবারের জেএসসি-জেডিসি পরীক্ষাও
প্রকাশিত হয়েছে : ১০:১৩:১১,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০১৯
শনিবার (৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়র জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে একই কারণে শনিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়। পরে এ দিনের জেএসসির পরীক্ষা ১২ নভেম্বর ও জেডিসির পরীক্ষা ১৪ নভেম্বর নেওয়ার সিদ্ধান্ত হয়।সূচি অনুযায়ী ১১ নভেম্বর জেএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে এখন পর্যন্ত দু’দিনের পরীক্ষা স্থগিত করতে হয়েছে। ১১ তারিখের পরীক্ষাটি কবে হবে সেটি এখনো জানানো হয়নি মন্ত্রণালয় থেকে।