বড়লেখায় নবনির্বাচিত ২ ইউপি সদস্যদের শপথ গ্রহণ
প্রকাশিত হয়েছে : ১০:০৬:৫৮,অপরাহ্ন ০৭ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক:: বড়লেখায় উপ নির্বাচনে বিজয়ী দুই ইউনিয়ন পরিষদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (৭ নভেম্বর) বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান ।
শপথ নেন বর্ণি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আতিকুর রহমান ও বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ফখরুল আলম।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মুহিত, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ ছালেহ্ আহমদ জুয়েল, বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইবুর রহমান, সমাজসেবক আব্দুল হাসিম, মশাইদ আলী, আব্দুল হান্নান, বর্ণি ইউনিয়ন যুবলীগ নেতা মামুনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।