দক্ষতার স্বীকৃতি পেলেন বড়লেখা ইউএনও
প্রকাশিত হয়েছে : ১০:১৮:৫২,অপরাহ্ন ০৬ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক:: ই-নথি কার্যক্রম বাস্তবায়নে জাতীয় পর্যায়ে ৮ম স্থান লাভ করে দক্ষতার স্বীকৃতি পেলেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান। গত সোমবার (০৪ নভেম্বর) দক্ষতার স্বীকৃতি স্বরূপ সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে তাকে সনদ প্রদান করা হয়।
এ বিষয়ে অনুভূতি জানতে চাইলে বুধবার রাতে ইউএনও বলেন, স্বীকৃতি কাজের উৎসাহ বৃদ্ধি করে। এ স্বীকৃতি আমাদের অনুপ্রাণিত করেছে।