বড়লেখা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ইরাজ আলীর মৃত্যু : বিভিন্ন মহলের শোক প্রকাশ
প্রকাশিত হয়েছে : ৯:৫০:১৪,অপরাহ্ন ৩১ অক্টোবর ২০১৯
নিজস্ব প্রতিবেদক:: বড়লেখা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি মতিউর রহমান ইরাজ আলী (৫৬) বৃহস্পতিবার বেলা দু’টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী..রাজিউন)। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে পৌরসভার সর্বস্তরের মানুষের মাঝে, রাজনৈতিক অঙ্গণ, ক্রিড়াঙ্গণ ও সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার সকাল এগারোটায় বড়লেখা পাখিয়ালা শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে সাবেক পৌরমেয়র ও উপজেলা যুবদলের সাবেক সভাপতির মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি, সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন ও রফিকুল ইসলাম সুন্দর, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাবেক পৌরমেয়র ফখরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুহিবুর রহমান ফারুক, কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির উপদেষ্ঠা শরীফুল হক সাজু, দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক আবদুল কাদের তাপাদার, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, বড়লেখা সাংবাদিক সমিতির সভাপতি ইকবাল হোসেন স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রব, সাংবাদিক লিটন শরীফ প্রমুখ।