বড়লেখায় শিক্ষা কর্মকর্তাকে দু’দফা হামলার চেষ্টা, শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশের জের
প্রকাশিত হয়েছে : ১০:২০:৪৫,অপরাহ্ন ৩০ অক্টোবর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: বড়লেখায় স্কুলে অনুপস্থিত এক শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ করার জেরে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মীর আব্দুলাহ আল মামুনকে দুই দফা হামলার চেষ্টা চালিয়েছেন অজমীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমান। এ ঘটনায় ভুক্তভোগী সরকারী কর্মকর্তা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, গত ২০ অক্টোবর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মীর আব্দুলাহ আল মামুন নিয়মিত স্কুল পরিদর্শনে গিয়ে তারাদরম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষিকা পপি দত্তকে কর্ম সময়ে অনুপস্থিত পান। এ ঘটনায় বিধি মোতাবেক এটিইও মামুন সহকারী শিক্ষিকা পপি দত্তকে কারণ দর্শানোর নোটিশ দেন। কারণ দর্শানোর নোটিশের জেরে অজমীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক সাইদুর রহমান গত ২৮ অক্টোবর বিকেলে উপজেলা শিক্ষা অফিসে গিয়ে এটিইও মীর আব্দুলাহ আল মামুনকে সহকারী শিক্ষিকা পপি দত্তকে কারণ দর্শানোর কৈফত চান এবং এর ফল ভাল হবে না বলে হুমকি দিয়ে আক্রমনাত্বক হলে উপস্থিত কয়েকজন শিক্ষক তাকে রক্ষা করেন। সন্ধ্যা ৭ টায় অফিস থেকে তিনি বাসায় রওয়ানা হলে পথে সাইদুর রহমান অজ্ঞাত কয়েকজন যুবক নিয়ে মোটরসাইকেলে ব্যারিকেট দিয়ে তাকে নানা হুমকি-ধমকি ও হামলার চেষ্টা চালায়। কোন রকমে দৌড়ে গিয়ে তিনি উপজেলা শিক্ষা অফিসারের বাসায় আশ্রয় নেন।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মীর আব্দুলাহ আল মামুন জানান, স্কুল ভিজিট তাদের একটি গুরুত্বপুর্ণ দায়িত্ব। কোন শিক্ষক অনিয়ম করলে তাকে শোকজ করার বিধান রয়েছে। ঘটনাকারী শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে তিনি জেলা শিক্ষা (প্রাথমিক) অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলা শিক্ষা অফিসার মো. রফিজ মিঞা জানান, অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিলে যদি হামলা ও হুমকি-ধমকির শিকার হতে হয়, তবে কোন কর্মকর্তাই সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না।
অভিযুক্ত সহকারী শিক্ষক সাইদুর রহমান জানান, সমঝোতায় এ বিষয়টির নিষ্পত্তির চেষ্টা চলছে।