বিয়ানীবাজার সরকারি কলেজের অর্থনীতি বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৪:০৪:৫৩,অপরাহ্ন ২৯ অক্টোবর ২০১৯
নিজস্ব সংবাদদাতা:: বিয়ানীবাজার সরকারি কলেজের অর্থনীতি বিভাগে ইকোনমিক্স এসোসিয়েশনের উদ্যোগে এক নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৮ অক্টোবর) দুপুর ১২ ঘটিকার সময় বিভাগের হলরুমে এ নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্নাতক ২০১৯-২০ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের বরণ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. আবু ইউসুফ মোঃ শেহরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান শহীদুল আলম প্রমুখ।