বড়লেখায় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা
প্রকাশিত হয়েছে : ৫:৫৯:৪১,অপরাহ্ন ২৮ সেপ্টেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক:: বড়লেখায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়। এবার বড়লেখায় ১৩৪ টি সার্বজনিন ও ১৭টি পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৪ অক্টোবর থেকে হিন্দু ধর্মাবল
উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খানের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনেয়ার উদ্দিন, থানার ওসি মো. ইয়াছিনুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, ময়নুল হক, বিদ্যুৎ কান্তি দাস, সিরাজ উদ্দিন, সাহাব উদ্দিন, সাবেক অধ্যাপক বিধান চন্দ্র দাস প্রমূখ।