বড়লেখায় পুলিশের উদ্যোগে মাদক ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রচারণা
প্রকাশিত হয়েছে : ৭:৪৩:০৪,অপরাহ্ন ২৬ সেপ্টেম্বর ২০১৯
বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার আদর্শ কলেজে থানা পুলিশের উদ্যোগে মাদক, ইভটিজিং
ও বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কলেজের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মাঝে এ প্রচারণা চালানো হয়।
এতে কলেজের অধ্যক্ষ সুরঞ্জিত দেব নাথের সভাপতিত্বে ও প্রভাষক অলক দেবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন কলেজের প্রভাষক মুফিজুর রহমান, নিজাম উদ্দিন, ডলি
রাণী রায়, নিপা দেব নাথ, ওয়াহিদুর রহমান প্রমুখ।