বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতে মোটরযান আইনে ২২ যানবাহনকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ২:৩৮:২৮,অপরাহ্ন ১৪ সেপ্টেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: মোলভীবাজারের বড়লেখায় মোটরযান আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২টি যানবাহনকে ১৮ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অভিযানের সময় শাহাব উদ্দিন(২০) নামের এক লেগুনা চালককে গাজাসহ আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বড়লেখা থানার সামনে শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর আওতায় বিভিন্ন ধরনের ২২টি যানবাহনকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় গাঁজাসহ আটক লেগুনা চালক শাহাব উদ্দিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান।