বড়লেখায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৩:৫৪:১৪,অপরাহ্ন ২৪ আগস্ট ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মুছেগুল এলাকা থেকে শুক্রবার সকালে নাজমা বেগম (১৯) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য নিহতের লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিহত নাজমা মুছেগুল গ্রামের আব্দুল আলীর মেয়ে। তিনি নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ থেকে এবছর এইসএসসি পরীক্ষায় পাশ করেছেন।
পুলিশ, স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে নাজমা বেগম রাতে খাবার খেয়ে ঘুমিয়ে যান। ভোরে তিনি ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠেন। নামাজ শেষে পরিবারের সবার অগোচরে ঘরের পাশের একটি কাঁঠাল গাছের সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন।
শুক্রবার সকাল ১০টায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় নাজমার লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরী করে বেলা আড়াইটায় লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) রকিব মোহাম্মদ লাশ উদ্ধার ও এ ঘটনায় অপমৃত্যু মামলার বিষয় নিশ্চিত করেছেন।