বড়লেখায় ৪ গরু চোর গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৭:২১:২৬,অপরাহ্ন ১৮ আগস্ট ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় গরু চুরির অভিযোগে ৪ জন কে গ্রেফতার করেছে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। শনিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার উত্তর শাহবাজপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উত্তর শাহবাজপুর ইউপির ভট্টশ্রী (মুগরিয়া বাড়ি) এলাকার মৃত তেরাব আলীর ছেলে রানু মিয়া (৩৮) ও জয়নাল উদ্দিন (৪৫), ভবানীপুর গ্রামের মৃত হরমান আলীর ছেলে ছায়াদ আলী (৪০), পুকুরিয়া গ্রামের তমছির আলীর ছেলে আলাউদ্দিন আলাই (৫৪)। রোববার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাদেরকে জেলা কারাগারে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির মুগরিয়াবাড়ী এলাকার গৃহবধু জেসমিন বেগমের ২টি গরু গত ১১ আগষ্ট চুরি হয়। শনিবার গরু চুরির ঘটনায় তিনি ৪ জনের নাম উল্লেখ ও ৩ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেন। এর আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সেলিম আহমদ খানের নেতৃত্বে এলাকাবাসী ৪ চোরকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। জেসমিন বেগমের গরু চুরিতে সম্পৃক্ততার কথা পুলিশের কাছে তারা স্বীকার করেছে।
ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সেলিম আহমদ খান জানান, আটককালে চোরেরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। অল্পের জন্য তিনি রক্ষা পান।
শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, ‘গরু চুরির মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়। তবে এদের মধ্যে আলাউদ্দিন আলাইকে মাদক মামলায় আগেই কারাগারে পাঠানো হয়েছে।