বড়লেখায় চিহ্নিত গাজা ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৫:৩৩:৪৫,অপরাহ্ন ০২ আগস্ট ২০১৯
বিশেষ প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় ৪শ’ গ্রাম গাঁজা এবং ১০ পিস ইয়াবাসহ সোনাহর আলী (৪৫) নামের এক পেশাদার গাজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০জুলাই) রাত ১১টার দিকে গোপন সংবাদের বিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম দক্ষিণভাগ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় ।বৃহস্পতিবার (০১ আগস্ট) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার সোনাহর আলী পশ্চিম দক্ষিণভাগ গ্রামের মৃত আজই মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী উপজেলার পশ্চিম দক্ষিণভাগ গ্রামের সোনাহর আলীর বাড়িতে অভিযান চালান। এ সময় সোনাহরকে গ্রেফতার করতে সক্ষম হলেও তার অন্য সহযোগিরা পালিয়ে যায়। আটকের পর তার কাছ থেকে ৪শ’ গ্রাম গাঁজা এবং ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, সোনাহর আলী এলাকার চিহ্নিত গাঁজা ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। অনেকবার সে জেলও খেটেছে। কিন্তু জেল থেকে বেরিয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।