বড়লেখায় একই রাতে ৪ দোকানে চুরি
প্রকাশিত হয়েছে : ১০:০৮:৫৪,অপরাহ্ন ৩০ জুলাই ২০১৯
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজারে একই রাতে ৪ টি দোকানের সাটার ভেঙ্গে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা দোকানের নগদ অর্থ, মোবাইল ফোনসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।রোববার(২৮ জুলাই ) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, দাসেরবাজার ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিক উদ্দিনের ভুষিমালের দোকান, ইসলাম উদ্দিনের রড় সিমেন্ট দোকান, মো. ফয়জুর রহমান ও মো. মজনু মিয়ার মোদি দোকানের সাটার ভেঙ্গে নগদ টাকাসহ এক লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় চোরচক্র। খবর পেয়ে বড়লেখা থানার এসআই কৃষ্ণ মোহন নাথ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দোকানের মালিক মো. রফিক উদ্দিন, ইসলাম উদ্দিন, ফয়জুর রহমান ও মজনু মিয়া অভিযোগ করেন বাজারে তিন জন পাহারাদার থাকা সত্ত্বেও সাটার ভেঙ্গে দোকান চুরির ঘটনা ঘটল অথচ পাহারাদার বুঝতে পারিন। যেভাবে চারটি দোকানের সাটার ভাঙ্গা হয়েছে তারা শব্দ শুনলনা এমন কি বণিক সমিতির সভাপতি ও সম্পাদকে জানায় নি। একি গ্রামের চার ব্যবসায়ীর দোকানে এক সাথে চুরির ঘটনাটি রহস্যজন বলে অনেকেই মন্তব্য করছেন।
এব্যাপারে বাজার বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, তারা দোকানগুলো দেখেছেন। বাজারের সকল ব্যাবসায়ীদেরকে নিয়ে জরুরি সভা আহবান করেছেন।