বড়লেখা সদর ইউপির উপ-নির্বাচনে সিরাজ উদ্দিন বিজয়ী
প্রকাশিত হয়েছে : ৯:০৫:২৫,অপরাহ্ন ২৫ জুলাই ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ১০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকের প্রার্থী সিরাজ উদ্দিন ৫৯০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম মামুন আনারস প্রতীকে ভোট পেয়েছেন ২৫৭৩। অপর স্বতন্ত্র প্রার্থী ইসলাম উদ্দিন ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৮৬৪।
ভোট গণনা শেষে সন্ধ্যা ৭টায় বেসরকারী ফলাফল ঘোষনা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হাফিজ উলাহ।
নির্বাচিত ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন সদও ইউনিয়নের ৪ বারের সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও সদর ইউনিয়ন আ’লীগের ১৭ বছরের সভাপতি। তিনি ২২ বছর ধরে নির্বাচিত জনপ্রতিনিধি (ইউপি মেম্বার) হিসেবে জনগণের সুখে-দুখে পাশে থেকেছেন।