বড়লেখায় ১০টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে…
প্রকাশিত হয়েছে : ১২:৪৯:২৪,অপরাহ্ন ২৫ জুলাই ২০১৯
নিজস্ব প্রতিবেদক::মৌলভীবাজারের বড়লেখায় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৫জুলাই) ইউনিয়নের দশটি ভোটকেন্দ্রে সকাল নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।
ভোটাররা ব্যাপক উৎসাহ উদ্দিপনার সাথে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন।কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।
এদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে ১০টি ভোট কেন্দ্রের জন্য নিয়োজিত রয়েছেন ৯০ জন পুলিশ সদস্য, ১৭০ জন আনসার সদস্য, ৪টি মোবাইল টিম, ১টি স্ট্রাইকিং ফোর্স এবং ১টিম স্ট্যান্ডবাই ফোর্স।
এ উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৩ জন চেয়ারম্যান পদপ্রার্থী। প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী বড়লেখা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ উদ্দিন, বিএনপি ঘরনার উপজেলা বিএনপি নেতা ও বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন ও উপজেলা বিএনপি নেতা ইসলাম উদ্দিন।
উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানা গেছে,বড়লেখা সদর ইউনিয়নের ১০টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ১৭৮ জন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮ হাজার ৫৫৪ জন এবং নারী ভোটার সংখ্যা ৮ হাজার ৬২৪ জন।
উল্লেখ্য গত ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনের বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়ের আহমদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেন। এতে কমিশন গত ৭ মার্চ পদটি শূন্য ঘোষণা করে। পরে গত ১৭ জুন নির্বাচন কমিশন এ উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে।